ফিলামেন্ট হল টাংস্টেন দিয়ে তৈরে এক ধরনের ইলেকট্রোড। যা সাধারনত বিদ্যুত-বাতিতে ব্যবহার হয়। টাংস্টেন (Tungsten) একটি মৌলিক পদার্থ। ফিলামেন্ট এক ধরনের মৌলিক পদার্থ (টাংস্টেন) যার উচ্চ তাপ গ্রহন করার ক্ষমতা রয়েছে। বৈদ্যতিক বাতির ফিলামেন্ট, এক্স-রে তে ব্যবহৃত টিউবের টার্গেট ও ফিলামেন্ট ও টিআইজি ওয়েল্ডিং-এর ইলেকট্রোড হিসেবে টাংস্টেন জাত, শংকরের বহুল প্রচলন রয়েছে। তাছাড়া ক্ষেপণাস্ত্রের ছেদন ক্ষমতা বৃদ্ধির জন্যও টাংস্টেন ফিলামেন্ট ব্যবহৃত হয়। বিভিন্ন টাংস্টেন যৌগ রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়। ধন্যবাদ