সনেট হল ১৪ মাত্রা মানে ১৪ টা অক্ষর, এবং ১৪ লাইন বিশিষ্ট অক্ষরবৃত্ত ছন্দে রচিত কবিতা। এর চিহ্ন গুলো হল, এর দুইটা স্তবক থাকবে। প্রথমটা ৮ লাইনের পরের টা ৬ লাইনের।
বাংলাদেশে প্রথম সনেট রচনা করেন মাইকেল মধুসূদন ।পরবর্তীতে ফররুখ আহমেদ, সামসুল ইসলাম আরও অনেকেই একটা দুইটা সনেট কাব্য রচনা করেছেন।
সনেট প্রথম ব্যবহার করেন পেত্রাক নামক একজন কবি। তবে সনেটের ধরণ দুই রকম-
১। পেত্রাকিও ঢংএ রচিত। কখ, খক, গঘ ,ঘগ ,চছ ,ছচ ,জজ ।
২। শেক্সপিয়ারিও ঢং এ রচিত। মন মন মন মন রত রত রত