আপনি সম্ভবত অক্ষরবৃত্ত ছন্দের কবিতার কথা বলছেন।
অক্ষরবৃত্ত ছন্দের আগের নাম মুক্তাক্ষর ছন্দ। সব গুলোর সাথে বৃত্ত থাকার কারণে এটার সাথে বৃত্ত যোগ করে একই গোত্রে আনা হয়েছে।
মুক্তাক্ষর মানে মুক্ত+অক্ষর। মানে আলাদা আলাদা অক্ষরকে একই মাত্রায় এনে কবিতার ছন্দের রুপ দেওয়া।
এটি আধুনিক ছন্দ।আধুনিক কবিতা, গান, এই ছন্দে রচনা করা হয়। বাংলায় মাইকেল মধুসূদন প্রথম এই ছন্দ ব্যবহার করেন। পরবর্তীতে সবাই এই ছন্দ ব্যবহার শুরু করেন। কবি জীবনানন্দ দাস, শামসুর রহমান, সামসুল হক সবাই।
তবে এখনও অনেকে মাত্রাবৃত্ত ছন্দ ব্যবহার করে। ধন্যবাদ।