❑❑ চীনের ‘শ্রেষ্ঠ কবি’ পুরস্কার পেলেন ঢাবি উপ-উপাচার্য ও বিশিষ্ট কবি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।
তিনি চীনের ইন্টারন্যাশনাল পয়েট্রি ট্রান্সলেশন এন্ড রিসার্চ সেন্টার (আইপিটিআরসি) কর্তৃক ঘোষিত ‘দি প্রাইজেস ২০১৮: দি ইন্টারন্যাশনাল বেস্ট পয়েট’ মনোনীত হয়েছেন। আইপিটিআরসি কাব্য-সাহিত্যে অবদানের জন্য এবছর মোট দশ দেশের দশ জন কবিকে বেস্ট পয়েট মনোনীত করেছে। অন্য দেশের নয়জন কবি হলেন: রুমানিয়ার ড্রাগোস বারবু, তুরস্কের হিলাল কারাহান, মেসিডোনিয়ার মাইট স্টেফোসকি, ক্যাতালুনিয়া-স্পেনের তনিয়া প্যাসোলা, সৌদি আরবের আলী আল-হাজমি, ভারতের মণ্ডল বিজয় বেগ, আলবেনিয়ার ফাতিমি কুল্লি, চীনের দুয়ান গুয়ানঙা’ন এবং বেলজিয়ামের ডমিনিক হেক।