ইউরিনারি ইনফেকশনের চিকিৎসা এবং প্রতিরোধের বিশেষ উপায়গুলি জেনে নিন
কোনক্রমেই দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখবেন না কারণ যতক্ষন প্রস্রাব আটকে রাখবেন ততক্ষণ ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে ।
নিয়মিত তরল খাবার গ্রহন করুন যেমন ফ্রুট জুস, ডাবের পানি ইত্যাদি
সঠিক নিয়মে টয়লেট টিস্যু ব্যবহার করুন । সামনের দিক থেকে পিছনের দিকে ব্যবহার করুন।
যৌন সহবাসের আগে ইউরিনারি ইনফেকশন প্রতিরোধক এন্টিবায়োটিক নিতে পারেন ।
প্রচুর পানি পান করুন এবং যাতে মূত্রত্যাগের মাধ্যমে ব্যাকটেরিয়া দূর করতে পারেন ।
যৌন মিলনের আগে ও পরে হালকা হলেও পানি পান করুন এবং প্রস্রাব করুন , কারণ অনেকেরই যৌনমিলনের পরেই ইউরিনারি ইনফেকশন দেখা দেয় আর পানি পান ইনফেকশন প্রতিরোধে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে ।
নিয়মিত ভিটামিন সি গ্রহণ করুন কারণ ভিটামিন সি মূত্রে ব্যাকটেরিয়া সংক্রমণের বিস্তার হ্রাস করে ।
স্বাস্থ্যবিধি মেনে চলুন কারণ এটিই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ যে কোন রোগের প্রতিরোধে ।
ইউরিন ইনফেকশনের বা প্রসাবে সংক্রমনের ক্ষেত্রে অবহেলা না করে সঠিক চিকিৎসা নিন ইনশা আল্লাহ দ্রুত প্রসাব সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে।
ইউরিনারি ইনফেকশনের চিকিৎসা
ড্রাগ থেরাপি হিসেবে চিকিৎসকরা বিভিন্ন গ্রুপের ঔষুধ ব্যবহার করে থাকেন তার মধ্যে উল্লেখযোগ্য হল সেফালোস্পরিন, লিভোফক্সাসিন, গ্যাটিফক্সাসিন ইত্যাদি বেশি ভালো , যা (৯০-৯৫)% কার্যকর যদি #ব্যাক্টেরিয়াজনিত কারণে ইনফেকশন হইয়ে থাকে ।
#আবার ফাংগাসের কারনে ইনফেকশন হলে এন্টি ফাংগাল ড্রাগস দিয়ে থাকেন সাথে চুলকানি থাকলে করটিকস্টারয়েড জাতীয় ক্রিমও ব্যবহার করতে দেওয়া হয় এবং বেশি ব্যথা থাকলে নিউরোস্পাস্মটিক ওষুধ দেওয়া হয়।
সতর্কতাঃ কোন ওষুধই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ব্যতিত সেবন করা নিষেধ।