ক্যাস্টার অয়েল: ক্যাস্টর অয়েল ক্যাস্টর বিন নামক উদ্ভিদ থেকে সংগ্রহ করা হয় যাতে রিকিন নামক এক ধরনের বিষাক্ত উপকরণ থাকে। যদিও ক্যাস্টর অয়েল ত্বক এবং চুলের জন্য উপকারী হিসেবে বিবেচিত হয়, তবুও এটি সতর্কতার সাথে ব্যবহার করা জরুরী। কারণ, ক্যাস্টর বিনে থাকা রিকিন এতোটাই বিষাক্ত একজন প্রাপ্তবয়স্কে হত্যার জন্য ৮ টি বিন যথেষ্ট। হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে ক্যাস্টর অয়েলতো সংগ্রহের পর অনেক পরীক্ষা-নিরীক্ষা, প্রক্রিয়ার পর প্যাকেটজাত করা হয় তবে ব্যবহারে সমস্যা কোথায়। বর্তমান, প্রসাধনীর বাজার নকল পণ্যে ছেয়ে গেছে। তাছাড়া, অনেকে ক্যাস্টর অয়েল খাওয়ার কাজেও ব্যবহার করে থাকেন। তাই সতর্ক থাকা শ্রেয়।