এই শীতে আপনিও সহযোগিতার হাত বাড়ান অসহায় মানুষগুলোর দিকে।
শীত... অনেক শীত.... আপনি হয়তো এই শীতে বাসায় আরামে কাথা বা কম্বলের ভিতর শুয়ে আছেন। বাহিরের শীতের আবহাওয়া টা আপনার ধরা-ছোয়ার বাহিরে তাই নাহ!!!
কিন্তু একবার কি ভেবে দেখেছেন যে, আপনি যে কাথা বা কম্বলের ভিতর আরামে শুয়ে আছেন, কিন্তু কিছু অসহায় মানুষ আছে যারা কিনা এই শীতের আবহাওয়া টা দিব্যি অনুভব করতে পারছে। আপনার মতো তাদের কম্বল, কাথা, গরম কাপড় নেই।
তারা এই শীতে অনেক কষ্ট করে জীবন যাপন করে। অসহায় বলেই হয়তো তাদের এই শীতেও কষ্ট করতে হচ্ছে। কিন্তু আমরা সবাই মিলে তাদের সাহায্য করলে কিন্তু তাদের এই শীতেও একটু স্বস্তি অনুভব হয়।
আজকে আপনি অসহায় কোন এক ব্যক্তিকে দেখে একটা শীতের কাপড় দিলেন, আপনার দেখাদেখি আপনার আশেপাশে তাদের দেখে হেটে যাওয়া ব্যক্তিদেরও অনুশোচনা হবে। তারাও তাদের সামর্থ্য অনুযায়ী অসহায় এসব মানুষগুলোকে সাহায্য করতে এগিয়ে আসবে।
এভাবে আমরা যদি একটু একটু করে আমাদের সাহায্যের হাতটি বাড়িয়ে দেই। তাহলে একটা সময় আমাদের দেশে অসহায় মানুষগুলো তাদের অসহায় নামক জায়গা হতে বের হয়ে আপনাদের মতো জীবন যাপন করার জন্য প্রচেষ্টা করবে।
অতএব, এই শীতে রাস্তার পাশে শুয়ে থাকা অসহায় মানুষগুলোর পাশে আপনার সাহায্য হাতটা বাড়িয়ে দিয়ে মানবতার হাসিটা ফুটিয়ে তুলতে এগিয়ে আসুন।