শক্তিসাম্যের বৈশিষ্ট্যঃ
===============
আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে শক্তিসাম্য ধারণাটি একটি অভিনব উদ্ভাবন বটে। শক্তিসাম্য তত্ত্বের অন্যতম বিশ্লেষক পামার ও পারকিন্স এর সাতটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেন। যথাঃ
১. শক্তিসাম্যের ধারণা সতত পরিবর্তনশীল।
২. শক্তিসাম্য কোন ঐশ্বরিক তত্ত্ব নয়
৩. গতিশীলতা রক্ষা
৪. বিশুদ্ধ শক্তিসাম্য সম্ভব নয়
৫. শক্তিসাম্যের অবস্থাকে বাস্তব ও ব্যক্তিকেন্দ্রিক উভয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যায়।
৬. শক্তিসাম্য তত্ত্ব গণতন্ত্র কিংবা একনায়কতন্ত্র কোনক্ষেত্রেই প্রযোজ্য নয়।
৭. শক্তিসাম্য তত্ত্ব বৃহৎ শক্তিবর্গের ক্ষেত্রেই সীমাবদ্ধ ।