লাল সবুজের শাড়ী পরা অপরুপ এক কন্যা,
রুপবাহারে চমকপ্রদ যেন রুপের বন্যা।।
পাগল করেছো ত্রিশ লক্ষ শহীদের মন,
তারই সাথে আছে পাগল কত বাউলগন।
তোমার দুঃখ সহেনা কেহ আসে চোখে কান্না।।
জড়িয়ে আছে সবাই তোমায় এমন আপন করে,
তোমার অশ্রু ঝরতে গেলে তাদের রক্ত ঝরে।
রুপ সাগরের রুপবতী তুমি এত ধন্যা।।
স্থান করে নিয়েছো তুমি ভক্তগনের মনে,
এই পাগলকে সারা জীবন রাখো তোমার সনে।
আর কেহ নেই তোমার সমান তুমি অনন্যা।
পাখ পাখালীর মধুর কলতান সুমধুর গানে,
বেজে উঠে হৃদয়বীনা এই পাগলের মনে।
সবার উর্ধে তুমি আমার মানিক হীর পান্না।।
তরঙ্গময় যৌবন তোমার ঢেউয়ের তালে দুলে,
সামপান মাঝি সুর মিলিয়ে গায় তোমার সুরের তালে।
সুরের তালে সুর তুলে সে করেনিতো অন্যা।।
স্বপ্ন আশা মরিচিকা কত জনে কয়,
তোমায় নিয়ে স্বপ্ন দেখি তাদের দলে নয়।
তুমি মোদের মনির খানের যেমন অঞ্জনা।।
বিশ্বরাণী তূমি আমার সারা বিশ্বের ভীড়ে,
সারা জীবন স্থান পেতে চাই তোমার স্নেহ নীড়ে,
অটুট রাখো আমার জন্য তোমার স্নেহের ঝর্ণা।।
বিদেশী ঐ ফিস ফিস যেন কানে নাহি বাজে,
দরিদ্রতার গ্লানি মূছে থাকবো যুগীর সাজে।
মেনে নেবো আর্থিক সকল দুঃখ কষ্টের বন্যা।।
14 জুলাই 2021
করেছেন
Shalim ahmed
বাংলা তুমি জন্মভুমি আমার প্রাণের প্রিয়,
তোমার বুকে সারা জীবন আমায় জায়গা দিও।
বাংলা তোমার সবুজ শাড়ী মধ্যে বৃত্ত লাল,
কান্না হাসির স্মৃতি বুকে কাল মহাকাল।
বাংলা একাত্তরের জগৎ জয়ী রাণী,
আমার ভাইয়ের রক্তে ধোয়া তোমার চোখের পানি।
বাংলা তুমি স্মৃতির গহনা আমার দেহ জুড়ে,
তোমায় নিয়ে গৌরব করি বিশ্ব ভান্ডারে।
বাংলা তুমি শহীদের দান আমার উপহার,
লক্ষ মায়ের বুক খালিতে দেখা পাই তোমার।
বাংলা তুমি জাতির আশার এক যে বিশাল সিন্ধু,
তোমায় পাইতে অগ্রপথিক ছিলেন বঙ্গ বন্ধু।
বাংলা তুমি আর সাজো আমার আশার ঢেউ,
তোমা থেকে আমাকা যে ছিনিয়ে না নেয় কেউ।
13 জুলাই 2021
করেছেন
Shalim ahmed