ফিরে যাই
----অমিত কুমার ভদ্র
কখন যে সময় ফুরিয়ে যায়,
মন চায় পালিয়ে বেড়াই কোনো এক অচেনা পরিবেশে,
সাদা কালো চুলের উপলব্ধিতে ভেসে বেড়ায়,
সেই পুরনো রঙিন এ্যালবাম তোমার আমার।
চলো না ফিরে চাই কোথাও আবার?
যেখানে থাকবে না কোনো রাগ কিংবা অভিমান, থাকবে না কোনো মরিচিকা মাখা টিনের ভঙ্গুর শব্দ।
পাহাড়ি ঝড়ের তো কোনো বালাই ই থাকবে না সেখানে,
থাকবে না কোনো ধূ ধূ মরুভূমির বিস্তৃত হাহাকারও!
যেখানে নাই কোনো কৃত্রিম মলাটের রবীন্দ্রনাথ,
নাই কোনো অপু আর লাবন্যের চরিএ চিত্রন,
আছে শুধু বৈশাখ-শ্রাবণের স্নিগ্ধতা,
আর দুজনের একাকিত্ব।
10 মে 2023
করেছেন
Amit Kumer Bhodra