কিভাবে হ্যাপি থাকা যায়ঃ
এই হ্যাপি হওয়ার বিষয়টা আমার মাঝে নেই। হ্যাপি আর স্যাড বলতে আমার কাছে দুটোই এক।
বাসের জানালা খুলে আনমনে গান শুনি। বৃষ্টি আসলে ভিজি। চাঁদনি রাত দেখি। ভোর বেলা ঘুম ভেঙ্গে গেলে অন্ধকার অন্ধকার পরিবেশটা অনুভব করি।
একটা মুভি দেখতে ইচ্ছে হলে খুব মনোযোগ দিয়ে দেখি। মুভি দেখে যদি কান্না আসে তবে কাঁদি।
ভালোবাসলে মন থেকেই বাসি।কাছের মানুষদের যখন সময় দেই, পুরোপুরিভাবে দেয়ার চেষ্টা করি।
গান শুনে নাচতে ইচ্ছে হলে একা একা নাচি।
সুখ দুঃখ নিয়েই তো জীবন। জীবনের এমন এমন অধ্যায় আছে যা মনে হলে ভাবি, ইশশ কিভাবে সে দিনগুলি পার করেছি!
আবার অনেক ভালো দিন ও কাটিয়েছি।
অনেক দুমুখো মানুষ দেখেছি। আবার অনেক ভালো মানুষের ও দেখা পেয়েছি এই জীবনে ((আমার মনে হয় এই একটা জিনিসের জন্য আমি বেশী কৃতজ্ঞ নিজের কাছে সে হল ভাল মানুষদের চিনতে শিখেছি))।
জীবন মানে - হাসব,কাঁদব,আর আমাকে দেখে যেন আরেকজন ভাবতে পারে, "সুখী হওয়ার ছুটতে হয় না। নিজেকে ভালোবাসা আর কাছের মানুষগুলোকে ভালো বাসলেই হয়"