মশা
মশার তুচ্ছতা বোঝাতে বাংলায় একটি প্রবাদই প্রচলিত রয়েছে,
“মশা মারতে কামান দাগা”। কিন্তু আকারে ক্ষুদ্র হলে কী
হবে; নানা রোগ জীবাণুর বাহক এই মশার বিচরণ সর্বত্র। বিশ্ব
স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর মশাবাহীত রোগে
সাত লাখ ২৫ হাজার মানুষ প্রাণ হারায়। মশা যেসব রোগ ছড়ায় তার
মধ্যে শুধুমাত্র ম্যালেরিয়াতেই প্রতি বছর প্রায় ২০ কোটি
মানুষ আক্রান্ত হয়। এদের মধ্যে মারা যায় প্রায় সাত লাখ মানুষ।
এছাড়াও ডেঙ্গু, চিকুনগুনিয়া, পীত জ্বর ও
এনসেফেলাইটিসের মতো মারাত্মক সব রোগ ছড়ায় মশা।