Tashirojima একটি আইল্যান্ডের নাম। যা জাপানে অবস্থিত।
এটিকে "বিড়ালের দ্বীপ" নামে অভিহিত করা হয়।
আজ থেকে কিছু বছর আগে এখানে মানুষজন রেশম উৎপাদন করার জন্য আসত।। কিন্তু ইঁদুর সকল রেশমের কীট খেয়ে ফেলার কারনে কৃষকদের অনেক ক্ষতি হয়। এতে কৃষক গন কিছু বিড়াল জাপান শহর থেকে নিয়ে এসে এই দ্বীপে ছেড়ে দেয়।অপরদিকে রেশমের চাহিদা কমে যাওয়ায় কৃষকগন Tashirojima দ্বীপ থেকে চলে আসে। কিন্তু বিড়াল গুলো থেকে যায় ও ইদুরের বংশ নির্বংশ করে তারা নিজেদের বংশ বৃদ্ধি করতে থাকে।। এবং একপর্যায়ে সেই দ্বীপটি বিড়ালের দ্বীপ নামেই পরিচিতি পায়। সেখানে ১০০ এর কম জনসংখ্যা। অর্থাৎ জনসংখ্যার চাইতে কয়েকগুণ বেশী হচ্ছে বিড়ালের সংখ্যা। বর্তমানে সেটি পর্যটকদের কাছে অত্যান্ত প্রিয় একটি জায়গা।কেননা সেখানকার সকল বিড়ালই অত্যান্ত শান্ত স্বভাবের।যে কেউ চাইলেই হাতে বা কোলে তুলে আদর করতে পারে। নিচের পিকচার গুলি দেখলেই ব্যাপারটি বুঝা যায়।