ওয়াইম্যাক্স ওয়াইম্যাক্স (WiMAX) প্রযুক্তি হচ্ছে, বর্তমান সময়ের সর্বাধুনিক উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট প্রটোকল সার্ভিস যা তারবিহীন ব্যবস্থায় ১০ থেকে ৬০ কি.মি পর্যন্ত ইন্টারনেট সুবিধা প্রদান করে থাকে। তাকেই ওয়াইম্যাক্স বলে। ওয়াইম্যাক্স এর ফুল নাম হচ্ছে, Worldwide Interoperability for Micro wave Access .
ওয়াইম্যাক্স এর সুবিধাঃ
ওয়াইম্যাক্স প্রযুক্তি তুলনামূলক কম ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সির মাধ্যমে ব্যবহার করা যায়। একটি বেজ ষ্টেশন দিয়ে ৪থেকে ৫ বর্গকিলোমিটার এলাকায় তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেয়া যায়। বিজ্ঞানের চরম উৎকর্ষতার এই সময়ে শহর-বন্দর-গ্রাম, বিচ্ছন্ন জনপদ আর দুর্গম এবং প্রত্যন্ত অঞ্চলে পৌছে দিতে হবে প্রযুক্তির আলো। এ’ক্ষেত্রে ওয়াইম্যাক্স হতে পারে আমাদের ধ্রুপদ বাহন। আগামি প্রজন্মের জন্য সুন্দর, সুস্থ, মানবিক একটি বাসস্থান হয়ে উঠুক পৃথিবী নামক এই গ্রহটি।