ভালো লেখক হওয়ার পূর্বশর্ত নিন্মরুপ:
01. ভাল লেখক হতে হলে প্রথমে ভাল পাঠক হতে হবে। সমাজকে জানতে হবে। পৃথিবীকে জানার চেষটা করতে হবে । একজন লেখককে লেখার মধ্য দিয়ে পাঠককে অনেক কিছু জানাতে হয়। তাই পড়তে হবে প্রচুর।
02. লক্ষ্য স্থির করুন: কোন লক্ষ্যে নিবেদিত হবে লেখা, তা স্থির করে নিন। কিছু লোক পয়সার জন্য অনৈতিকতা, অপসংস্কৃতি ও নোংরামিকে লেখার উপজীব্য বানায়। যারা শেষ পর্যন্ত নিন্দিত হয়। তাই ভালো লেখক হতে হলে আমাকে / আপনাকে লক্ষ্য ঠিক করে নিতে হবে ।
03. সাহসী ও সত্যনিষ্ঠ হতে হবে : সত্যের শক্তি অসীম। তাই সত্যকে বুকে ধারণ করে লেখা-লেখি করতে হবে । তাহলে পাঠক আমার/ আপনার লেখার সাথে আমাকে / আপনাকে ভালোবাসতে শুরু করবে। তখন যে কো লেখক হয়ে উঠবে আরো সাহসী।
04. ভালো লেখকদের অনুসরণ করুন: ভালো লেখকদের লেখা পড়তে হবে। তাদের লেখার ধরন, আঙ্গিক ইত্যাদি লক্ষ্য করতে হবে ।
05. প্রতিদিন লেখা-লেখির অভ্যাস গরে তুলতে হবে মনের ভিতর যা আসবে তাই লিখে ফেলুন । হোক ভুল-ত্রুটি। প্রথম জীবনে বড় বড় লেখকদের লেখাও ত্রুটিমুক্ত ছিল না।
06. অপারেশন চালানো বা কাঁটাছেঁড়া করা : নিজের লেখাটি দু-একদিন পর পড়ে দেখতে হবে , কোথায় কী ভুল হলো তা সংশোধন , সংযোজন করার চেষটা করা । লেখাটিকে সুন্দর করে তোলার জন্য নিজেই নিজেকে সম্পাদনা করুন। তবেই ভবিষ্যতে ভালো মানের লেখক হওয়া যাবে ।
07. লেখাকে তথ্যসমৃদ্ধ করতেকরতে হবে পাঠক কি লেখা পড়তে চায় কি জানতে চায় সেই জানার আগ্রহ থেকেই লেখাটি লিখতে হবে তবেই পাঠক তা পড়বে। তাই লেখাটিকে তথ্যসমৃদ্ধ করে তোলার চেষ্টা করতে হবে ।