ব্লগিং করে নির্দিষ্ট আয়ের কথা বলা সম্ভব নয় । সেটা আপনার লেখালেখির মান,কৌশল এবং আপনার সাইটে ট্রাফিক(লোকজন আপনার লেখা সার্চ করে পড়া) কেমন আসছে, আপনার লেখার চাহিদা মানুষের কতটা উপকারে আসছে /কতটা পছন্দের/জনপ্রিয় হচ্ছে সেটার ওপর নির্ভর করে।
তাই আপনি ভালো মানের কন্টেন্ট লিখে এবং সঠিক কি-ওয়ার্ড ব্যবহার করে আপনার সাইটে যত ভিজিটর বাড়াতে পারবেন , তত ইনকামের সম্ভাবনা এবং রেট বেড়ে যাবে ।
তাই আগে ইনকামের দিকে নজর না দিয়ে আপনার লেখালেখির কৌশল এ মনোযোগী হোন। তাহলে দেখবেন ইনকাম আপনার আশা থেকে অনেক বেশি হবে এক সময় ।
তাছাড়া আপনার যদি পরিচিত কোনো বন্ধুবান্ধব থেকে থাকে যারা এই ধরনের লেখালেখি তে পারদর্শী , তাহলে আপনি তাদের সাথে আলোচনা করে অনেক কিছু শিখতে পারবেন ।
আমার উত্তর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপ ভোট দয়ে সাথে থাকুন ।
ধন্যবাদ ।