ডেটা কমিউনিকেশনের মাধ্যমঃ ডেটা আদান-প্রদানের জন্য প্রেরক ও প্রাপকের মধ্যে সংযোগ স্থাপনের প্রয়োজন হয়। এই সংযোগকে চ্যানেল বা মাধ্যম বলে। এই মাধ্যম দুই ধরণের হতে পারে। যেমন:
১। গাইডেড মিডিয়া বা তার মাধ্যম বা ক্যবল মাধ্যমঃ তার মাধ্যম আবার তিন ধরণের। যেমন:
ক) টুইস্টেড পেয়ার ক্যাবল (Twisted Pair Cable)
খ) কো-এক্সিয়েল ক্যাবল (Co-axial Cable)
গ) অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক ক্যাবল (Fiber Optic Cable)
২। আনগাইডেড মিডিয়া বা তারবিহীন মাধ্যমঃ তারবিহীন মাধ্যম আবার তিন ধরণের। যেমন:
ক) রেডিও ওয়েব (Radio Wave)
খ) মাইক্রোওয়েভ (Micro Wave)
গ) ইনফ্রারেড (Infrared)
গাইডেড মিডিয়া বা তার মাধ্যম বা ক্যাবল মাধ্যমঃ
টুইস্টেড পেয়ার ক্যাবলঃ টুইস্টেড পেয়ার ক্যাবলের মধ্যে দিয়ে তড়িৎ সিগন্যাল ট্রান্সমিট করার জন্য দুটি পরিবাহী কপার বা তামার তারকে একই অক্ষে পরস্পর সমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার ক্যাবল তৈরি করা হয়। পেঁচানো তার দুটিকে পৃথক রাখার জন্য এদের মাঝে অপরিবাহী পদার্থ হিসেবে প্ল্যাস্টিকের আস্তরণ ব্যবহার করা হয়। RJ45 কানেক্টর দিয়ে টুইস্টেড পেয়ার ক্যাবলের কানেকশন দেওয়া হয়।