বাংলাদেশের ভূ-রাজনীতির অন্য আরেকটি গুরুত্বপূর্ণ দিক মধ্যপ্রাচ্য। একে তো মুসলমানপ্রধান অঞ্চল, তা ছাড়া মুসলমানদের সর্বোচ্চ পবিত্র স্থান সৌদি আরবে অবস্থিত। বৈদেশিক মুদ্রার দ্বিতীয় সর্বোচ্চ উৎস জনশক্তি রপ্তানির প্রায় ৮০ শতাংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। দেশের প্রায় ৮০ লাখ মানুষ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিয়োজিত আছে। মধ্যপ্রাচ্যে এখন ভয়ংকর ধর্মান্ধ উগ্রবাদের উত্থান ঘটায় সেখানে অবস্থিত এত বিপুলসংখ্যক সাধারণ মানুষের নিরাপত্তার ঝুঁকিও বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়। ধর্ম অত্যন্ত সংবেদনশীল ও দুর্বল জায়গা। এই জনশক্তির একটা ক্ষুদ্র অংশও যদি আইএস ও আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট হয়ে যায় তাহলে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।
এশিয়ার অর্থনৈতিক শক্তি জাপান আমাদের স্বাধীনতা প্রাপ্তির শুরু থেকে অন্যতম উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশের পাশে রয়েছে। এত দিন সামরিক দিক থেকে অন্তর্মুখী থাকলেও সম্প্রতি জাপান আবার সামরিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভেতরে পূর্ব চীন সাগরের কয়েকটি দ্বীপের মালিকানা নিয়ে চীনের সঙ্গে এর মধ্যেই জাপানের দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। ভূ-রাজনীতির বাস্তবতায় ও সমীকরণে বাংলাদেশ এখন বৈশ্বিক ও আঞ্চলিক শক্তির অন্যতম ফ্রন্টলাইন স্টেট।সূচক বিবেচনায় বাংলাদেশ এখন উন্নয়নের একটি টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে বিধায় খনিজ ও সমুদ্রসম্পদ আহরণ ও ১৬ কোটি মানুষের বিশাল বাজারের সুবিধা নেওয়ার জন্য বিশ্বের করপোরেট হাউসগুলোর দৃষ্টিও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সুতরাং উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে বাংলাদেশকে সতর্কভাবে একটা ভারসাম্যমূলক স্থানে থাকতে হবে।