এএসএম তোফাজ্জল হোসেন
যিনি তার পর্দার নাম 'চ্যালেঞ্জার' নামে পরিচিত ছিলেন, একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা।
অভিনেত্রী মনিরা মিঠু চ্যালেঞ্জারের ছোট বোন।
অভিনেতা চ্যালেঞ্জার ১৯৫৯ সালে ঢাকার খিলগাঁওয়ে জন্মগ্রহণ করেন। জনপ্রিয় ঔপন্যাসিক ও কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘হাবলঙ্গের বাজার’ নাটকের মধ্য দিয়ে টিভি নাটকে চ্যালেঞ্জারের আগমন ঘটে।
যদিও অভিনেতা হওয়ার কোনো ইচ্ছা ছিল না তার। কিন্তু হুমায়ূন আহমেদ তাকে অভিনেতা বানিয়ে ছাড়েন। এএফএমতোফাজ্জল হোসেন থেকে নাম পাল্টিয়ে হুমায়ূন আহমেদ বানিয়ে দেন চ্যালেঞ্জার।
আট বছরের ক্যারিয়ারে তিনি আড়াই শতাধিক নাটক ও বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে শহীদুল ইসলাম খোকনের ‘লাল সবুজ’, হুমায়ূন আহমেদের ‘শ্যামল ছায়া’, আমজাদ হোসেনের ‘কাল সকালে’ উল্লেখযোগ্য।
হুমায়ূন আহমেদের ‘হাবলঙ্গের বাজার’ দিয়ে শুরু এরপর অভিনয় করেন, ‘বৃক্ষ মানব’, ‘যমুনার জল দেখতে কালো’, ‘চন্দ্রকারিগর’, ‘কালা কইতর’সহ অসংখ্য নাটকে।