জহির রায়হান বাংলাদেশের শ্রেষ্ঠ লেখক।
মেধাবী এই লেখক একাধারে ছিলেন চলচ্চিত্র পরিচালক,সংগীত পরিচালক,প্রযোজক ও সুরকার।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক করার পর সাহিত্য ও সংস্কৃতির উন্নয়নে মনোনিবেশ করেন।তার অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’,’সঙ্গম’।তবে তিনি মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘স্টপ জোনোসিড’ এর জন্য বিশেষভাবে বিখ্যাত।মুক্তিযুদ্ধের পর এককালরাত্রিতে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়।তারপর থেকে তার কোনো সংবাদ পাওয়া যায় নি।তবে ধারণা করা হয়,তাকে হত্যা করা হয়।