বাংলা বা ইংরেজি রচনা
.
১০-১৫টা রচনা সিলেক্ট করুন। পুরো রচনা মুখস্থ করার করার প্রয়োজন নাই। যা করতে হবে-
-
#প্রতিটি রচনার ১৫-২০ পয়েন্ট বানিয়ে ফেলুন।
#প্রতিটি পয়েন্টের জন্য ১-২টা কোটেশন মুখস্থ করুন।
#প্রতিটা পয়েন্টর জন্য কিছু শিখে ফেলুন। ডাটাগুলো পাই চার্ট বা বার ডায়াগ্রামের মাধ্যেম দেখালে সৌন্দর্য বৃদ্ধি পাবে।
.
অাশা করা যায়, খুব ভাল একটা প্রস্তুতি হবে। যদি কোন রচনার জন্য সাহায্য চান। সেটার নাম উল্লেখপূর্বক কমেন্টে জানান। নমুনা দেখানোর চেষ্টা করা হবে।