নিজের ব্যক্তিত্বতে প্রকাশের কিছু উপায় নিম্নরুপঃ
1. বিশ্বাস অর্জন
প্রিয়পাত্র হওয়ার জন্য বিশ্বাস অর্জন করার গুরুত্ব রয়েছে। কারো প্রিয়পাত্র হওয়ার এটি অন্যতম পূর্বশর্তও বটে।
2. যোগ্যতা
সফলভাবে কোনো কাজ শেষ করার যোগ্যতা সবার থাকে না। যাদের মধ্যে এ যোগ্যতা থাকে তারা স্বভাবতই অন্যের প্রিয় হয়ে ওঠে।
3. নির্ভরযোগ্যতা
অন্যের কাছে নির্ভরযোগ্য হিসেবে নিজের ইমেজ তৈরির গুরুত্ব রয়েছে। এছাড়া অন্যরা আপনাকে প্রিয় মানুষ হিসেবে গন্য করবে না।
04.গ্রহন করা
অন্যদের কাছে গ্রহণযোগ্য হওয়া কে না উপভোগ করতে চায়? আর এজন্য প্রয়োজন কোন বিষয়গুলো মানুষ গ্রহণ করে তা জেনে নেওয়া।
05.দয়াশীলতা
দয়াশীলতা মানুষকে মহৎ করে। আপনার চরিত্রে এ গুণ থাকলে তা অন্যদের মাঝে প্রিয় করবে।
6.সাহস
সাহস মানুষকে একটি স্থানে অধিষ্ঠিত করে। সব সময় সাহসী মনোভাব সবার প্রিয় হয় না। কিন্তু সত্যের পথে থাকলে দীর্ঘমেয়াদে তা আপনার জনপ্রিয়তা বাড়াতে সহায়তা করবে।
7.বিচক্ষণতা
বিচক্ষণ ব্যক্তিকে কে না পছন্দ করে। আর বিচক্ষণতা বাড়িয়ে আপনিও সবার প্রিয়পাত্র হতে পারেন।
8. ক্ষমাশীলতা
অতীতে বড় কোনো ভুলের পরেও আপনাকে ক্ষমা করে দিয়েছিল এমন কোনো ব্যক্তির কথা আপনার স্মরণ আছে কি? ক্ষমাশীলতা এমন এক গুণ, যা আপনাকে অন্যের প্রিয়পাত্র করে তুলতে পারে।
9.মাথা ঠাণ্ডা রেখে কাজ করার ক্ষমতা
আপনার বন্ধুমহলে এমন কোনো ব্যক্তি আছে কি, যিনি মাথা ঠাণ্ডা রেখে কাজ করার যোগ্যতা রাখেন। এমন মানুষরা সাধারণত অন্যদের প্রিয়পাত্র হন।