269সালে ইতালি রোম এ সেন্ট্র ভ্যালেনটাইন নামে একজন খ্রিষ্ঠান পাদ্রী ছিলো।সে ছিলো একজন ডাক্তার।খ্রিষ্ঠান ধর্ম প্রচার করার অপরাধে রোম সম্রাট 2য় কাডিয়াস তাকে বন্দি করেন।বন্দি অবস্থায় এক কারারক্ষি অন্ধ মেয়েকে সুস্থ্য করে তুলেন।এবং তাকে ভালোবেসে বিয়ে করেন।এতে তার জনপ্রিয়তা অনেক বেশি বেড়ে যায়।তার রোম সম্রাট ঈার্ষান্বিত হয়ে তাকে মৃত্যুদন্ড দেন।সেই দিনটি ছিলো 14 ই ফ্রেবুয়ারি। 496 খ্রিষ্ঠানে রাজা পোপে স্রেন্ট 1ম ভ্যালেনটাইন স্মরনে 14 ই ফ্রেবুয়ারি কে বিশ্বভালোবাসা দিবস হিসাবে ঘোষনা করেন।