গুগোলে চাকরি করতে চাইলে আপনাকে তিন টি স্টেপ পার করেত হবে।
১. Apply - আপনি আপনার স্কিলসেট এবং গুগোলের রিকোয়ারমেন্ট অনুযায়ী জবের জন্য এপ্লাই করবেন। গুগোলের লেটেস্ট চাকরিগুলো দেখতে পাশের লিংকে ক্লিক দিন -
https://careers.google.com/jobs#t=sq&q=j&li=20&l=false&jlo=en-US&jcoid=7c8c6665-81cf-4e11-8fc9-ec1d6a69120c&jcoid=e43afd0d-d215-45db-a154-5386c9036525& । আপনার স্কিল, সার্টিফিকেট এবং এক্সপেরিয়েন্স অনুযায়ী পছন্দমত জবটিতে ক্লিক করুন এবং এপ্লাই করুন।
গুগোলের চাকরি করার জন্য যে যে বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে, সেগুলো সর্ম্পকে জানা যাক। যদিও গুগোলের জব অফারের ধরন অনুযায়ী যোগ্যতা নির্ধারিত হয়। তবুও বিশেষ স্কিলসেট আপনাকে চকরি পেতে সাহায্য করবে: -
• গুগোল নির্দিষ্ট জ্ঞানের চেয়ে আপনার “কর্তব্য সর্ম্পকিত জ্ঞান” কে বেশি গুরুত্ব দেয়।
• গুগোল তার এমপ্লইদের কাছ থেকে “Googleyness” আশা করে। “Googleyness” বলতে বুঝায় যে খুব হাসিখুশি, বুদ্ধিমত্তা সম্পন্ন, নিজেকে কোম্পানীর আপন মনে করে এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মনভাব আছে যার মধ্যে।
• যাদের মধ্যে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবল ইচ্ছা থাকে।
• আপনার বুদ্ধিমত্তা দিয়ে কোন জটিল বিষয় গুলোকে সমাধান করার ক্ষমতা থাকতে হবে এবং প্রচন্ড শেখার আগ্রহ থাকতে হবে।
• শুধু মাত্র আইকিউ দিয়ে না, কোন কঠিন কাজকে ধরে রাখার মাধ্যমে তার সমাধানের চেষ্টা চালিয়ে যাওয়া।
• যে নতুন কিছু আনতে পারে তার দৃষ্টিভঙ্গি ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে।
• গুগল নতুন চাকরি প্রার্থীর কাছে কঠিন প্রকল্পগুলি মোকাবেলার সক্ষমা জানতে চায় বা আশা করে।
• আপনার যদি খুব ভালো বিশ্লেষাণত্মক দক্ষতা থাকে তাহলে আপনি গুগোলের চাকরির ক্ষেত্রে এগিয়ে থাকবেন।
• গুগোল সবসময় প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে খুবেই উচ্চমান বজায় রাখে। সেই জন্য প্রার্থী নির্বাচন খুবই লম্বা হয় এবং প্রর্থীদের এই লম্বা সময়ে অনেক পরীক্ষার সম্মুখিন হতে হয়।
• আপনি আপনার কজে কতটুকু গভীরে গিয়েছেন এবং সেখানে থেকে আপনি নতুন কি পেয়েছেন? সেগুলো কিভাবে আপনি সমাধান করতে চান সেই যোগ্যতাও গুগোলের প্রার্থী নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ।
বি:দ্র: ”গুগোলে চাকরির জন্য আপনার রেজাল্ট যে খুব ভালো হতে হবে তাও নয়। আপনার লেখাপড়ার রেজাল্ট কোম্পানির সাফল্যের সাথে সম্পৃক্ত নয়।”
এখন আসুন গুগোলের চাকরির জন্য আপনার সিভি কেমন হওয়া উচিত:-
১. আপনার কাজের বিবরণ দিয়ে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা সারিবদ্ধ করুন।
২. আপনি আগে কোন কাজ করে থাকলে বা প্রকল্প থাকলে তার সর্ম্পকে লিখুন এবং সে কাজে আপনার পারদর্শীতা আর কাজের সফলতা সর্ম্পকে লিখুন ।
৩. আপনি যদি আগের কোন প্রজেক্টে লিডারশীপ হয়ে কাজ করেন তার সর্ম্পকে বলুন। যেমন ধরুন আপনার টিম টি কত বড় ছিল? কতটুকু সফলতা পেয়েছেন? এবং আপনার দায়িত্ব সর্ম্পকে লিখুন।
৪. আপনি যে বিষয়ের উপর লেখাপড়া করেছেন সে সর্ম্পকে আপনার দক্ষতা এবং জ্ঞান সর্ম্পকে বলুন।
৫. আপনার সিভিটি যতদুর সম্ভব সংক্ষিপ্ত করুন।
গুগোলের জন্য কিছু সিভির উদাহরন এই লিংকে পাবেন। -
https://www.independent.co.uk/Business/indyventure/this-cv-landed-me-interviews-at-google-and-more-than-20-top-startups-a7400986.html
২. Interview – প্রথমিক ভাবে নির্বাচিত হলে গুগোল দুই ভাবে আপনার ইন্টারভিউ নিবে।
• প্রথম ইন্টারভিউ হবে ফোন অথবা গুগোলের সার্ভিস হ্যাঙ্গআউটের মাধ্যমে।
• যদি আপনাকে তাদের ভালোলাগে তাহলে তারা হয়ত সরাসরি আপনাকে ইন্টারভিউ এর জন্য ডাকবে।
বিস্তারিত জানতে এই লিংকে যান। -
https://careers.google.com/how-we-hire/interview/#interviews-for-all-roles
৩. Decide – আপনি ইন্টারভিউতে সফল ভাবে উত্তীর্ন হলে আপনাকে আরও ইন্টারভিউ দিতে হবে। সেক্ষেত্রে তাদের বিভিন্ন হায়ারিং সেক্টর প্রধানরা আপনার ইন্টারভিউ নিবেন। সেখান থেকে ঠিকঠাক মত টিকলে তারা আপনাকে শেষবারের মত রিভিউ করবে। যদি আর কোন সমস্যা না থাকে তাহলে তারা আপনাকে গুগোলে চাকরি করার অফার দিবে।
বিস্তারিত জানতে এই লিংকে যান। -
https://careers.google.com/how-we-hire/decide/#your-offer
আশা করি পুরো বিষয়টা বুঝাতে পেরেছি। ধন্যবাদ