#মুদ্রানীতি_কি?
মুদ্রানীতি একটি দেশের দারিদ্র্য বিমোচন,মূল্যস্ফীতি নিয়ন্ত্রন,কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে বড় ভূমিকা রাখে। মূদ্রানীতির আর একটি কাজ হল দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা।মূলত বাংলাদেশ ব্যাংক পরিস্থিতি মূল্যায়ন করে খোলাবাজার কার্যক্রম,সংবিধিবদ্ধ জমার অনুপাত পরিবর্তন সহ ব্যাংক হার পরিবর্তনের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রনের চেষ্টা করা।
বাংলাদেশ ব্যাংকের মতে, সাধারণ মুদ্রার গতিবিধি প্রক্ষেপন করে মুদ্রানীতি।
আগামি এক বছর দেশের জনসাধারণ ভাল থাকবে, নাকি খারাপ থাকবে তার একটা রুপরেখা থাকে মুদ্রানীতিতে। মুদ্রানীতির কৌশল কে কাজে লাগিয়ে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রন করে। ফলে আগামি দিন গুলোতে জিনিস পত্রের দাম কম থাকবে, নাকি বাড়বে অথবা আগামি একবছর সাধারণ মানুষের জিবন যাত্রার ব্যয় বাড়বে নাকি কমবে,দেশে বেকারত্বের সংখ্যা বাড়বে নাকি চাকুরির সুযোগ বাড়বে। দেশে দারিদ্র্য বিমোচনের গতি কমবে নাকি বাড়বে তার একটা রুপরেখা থাকে মুদ্রানীতিতে।