পানিপথের প্রথম যুদ্ধ
1526 সালের 21 এপ্রিল লোদি সম্রাজ্যের ইব্রাহিম লোদি এবং মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের মধ্যে সংঘটিত হয়।
পানিপথের দ্বিতীয় যুদ্ধ
1556 সালের 5 নভেম্বর হিন্দু জেনারেল ও আদিল শাহ সুরির প্রধানমন্ত্রী হেমুর বাহিনী এবং মুঘল বাদশাহ আকবরের বাহিনীর মধ্যে।
পানিপথের তৃতীয় যুদ্ধ
1761 সালের 14ই জানুয়ারি দিল্লির 97 কিমি. উত্তরে পানিপথ নামক স্থানে মারাঠাদের সাথে দোয়াবের আফগান রোহিঙ্গা ও আয়ুব এর সম্রাট সুজা-উদ-দৌলার যৌথ সমর্থনে আফগানিস্থানের সম্রাট আহমেদ-শা-আবদালির মধ্যে সংঘটিত হয়।