শিশুর বিকাশ স্বাভাবিকভাবে না হওয়া বা ধীর গতিসম্পন্ন হওয়া।
২. এরা চোখে চোখে না তাকালে বা অন্যের চোখের দিকে তাকানো পরিহার করে ।
৩. ৬ মাসের মধ্যে বা তার পরেও যদি
অন্য বাচ্চাদের মতো না হাসা।
৪. আঙুল দিয়ে কোনো কিছু না দেখানো বা নির্দেশ করার মনোভাব না থাকা ।
৫. হাত দিয়ে কোনো কিছু শক্তভাবে ধরতে অক্ষম হওয়া ।
৬. শব্দ শুনলেও সেদিকে ফিরে না তাকালে।
৭. ১ বছরের মধ্যে শিশুর নাম ধরে ডাকলেও, কোন রকম সাড়া না দেওয়া ।
৮. ১ বছরের মধ্যে মুখে কোনো শব্দ না করা।
৯. আনন্দময় কোনো অঙ্গভঙ্গি বা প্রকাশভঙ্গি না করা।
১০. ২৪ মাস বয়সের মধ্যে দুই শব্দের বেশি না বললে।
১১. ১৮ মাসের মধ্যে কোন খেলা না খেলতে না পারলে।