মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসুকে কংগ্রেস থেকে বহিষ্কার করতে
বদ্ধপরিকর হন । আসলে সুভাষচন্দ্র বসু গান্ধীজির নেতৃত্বকেই
চ্যালেঞ্জ জানিয়েছিলেন, তাঁর নীতি ও কার্যধারাকে সমুলে উচ্ছেদ
করতে চেয়েছিলেন বলেই মহাত্মা গান্ধী তাঁকে ছুঁড়ে
ফেলতে কৃতসংকল্প হয়েছিলেন । সুভাষচন্দ্র বসু বুঝতে পারেননি যে,
কংগ্রেসের অবিসংবাদী নেতা মহাত্মা গান্ধীকে চ্যালেঞ্জ জানিয়ে
কংগ্রেসে থাকা যায় না । মহাত্মা গান্ধী ও সুভাষচন্দ্র বসুর মতাদর্শ ও
আন্দোলনের পদ্ধতির মধ্যে পার্থক্য এতটাই ছিল যে, তা মিটিয়ে ফেলা
কার্যত অসম্ভব ছিল ।
মতভেদের কারণ ছিল কিছুটা ব্যক্তিগত ও কিছুটা মতাদর্শগত । সুভাষচন্দ্র বসু
গান্ধীজীর প্রতি ব্যক্তিগত ভাবে শ্রদ্ধাশীল হলেও কংগ্রেসে
তার ডিক্টেটরসুলভ কর্তৃত্ব ও সরকারের বিরুদ্ধে সংগ্রামে তাঁর
আপসধর্মী মনোভাব তিনি পছন্দ করতেন না । উভয়ই ছিলেন সুদৃঢ়
ব্যক্তিত্বের অধিকারী, নিজ নিজ মতাদর্শে অটল । ফলে তাঁদের মধ্যে
বোঝাপড়া করা প্রায় অসম্ভব ছিল । উভয়ের মতাদর্শও ছিল সম্পূর্ণ ভিন্ন ।
মহাত্মা গান্ধী আপসপন্থী ও অহিংসা পদ্ধতির অনুসারী । তিনি ছিলেন
বামপন্থার বিরোধী । অন্যদিকে সুভাষচন্দ্র বসু ছিলেন আপসবিরোধী
ও প্রয়োজনে সহিংস আন্দোলনের পক্ষপাতী ।