জলবায়ু পরিবর্তন রোদ করার দুটি উপায় নিন্মরুপঃ
১.গত ৫০ বছর ধরে ক্রমাগত ভাবে ফসিল ফুয়েল বা পেট্রোলিয়াম
জাতীয় জ্বালানী ব্যবহারের ফলে কার্বন ডাইঅক্সাইড আর গ্রিনহাউস
গ্যাসের মাত্রা বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য পরিমাণে।
প্রাক শিল্প যুগ থেকে বর্তমান পর্যন্ত নিম্ন বায়ুমণ্ডলে ৩০% পরিমাণ
কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি ঘটেছে যা বায়ুমণ্ডলের তাপমাত্রা
বাড়িয়েছে আর তার সাথে বাড়িয়েছে মানুষ এবং অন্যান্য প্রাণীকুলের
স্বাস্থ্য ঝুঁকি।অতি তাপমাত্রা জনিত কারণে মৃত্যু ছাড়াও আমরা আক্রান্ত হই নানা
প্রকার সংক্রামক ব্যাধিতে।তাই এটি দূত রোদ করতে হবে।
২.ম্যানগ্রোভ বন কমে যাওয়া জলবায়ুর পরিবর্তনের অন্যতম একটি কারন।জলবায়ু পরিবর্তন রোদ করতে হলে ম্যানগ্রোভ বনাঞ্চল বাড়াতে হবে।