আজকের বিশ্বে হানাহানির যে ভয়ানক দাবানল
জ্বলছে তার পেছনে অনেক কারণ রয়েছে। অশান্তির মূলে
রয়েছে এই বিশ্বভ্রমান্ডের সৃষ্টর আনুগত্যের বিমুখতা, তাঁর
ঐশী আদর্শ থেকে বিচ্যুতি, মানুষ তার শ্রেষ্ঠত্বকে বেমালুম
ভুলে যাওয়া, সত্য ও সুন্দরের নির্মল আলো থেকে মুখ
ফিরিয়ে পাপ, পংকিলতা ও অনৈতিকতার অন্ধকার গলিপথে বিচরণ, মানবরচিত
মতবাদকে অাঁকড়ে ধরে অহেতুক শান্তি খোঁজার ব্যর্থ প্রয়াস,
মানবাধিকার লংঘন, মানুষের ওপর মানুষের প্রভুত্ব প্রতিষ্ঠার উদগ্র বাসনা,
ক্ষমতাধর রাষ্ট্র কর্তৃক দুর্বল রাষ্ট্রের ওপর দখলদারিত্ব প্রতিষ্ঠার
চেষ্টা, দুর্বল মানুষের ওপর সবলের অত্যাচার ও নিপীড়ন,
রাজনৈতিক ও অর্থনৈতিক ঘৃণ্য উচ্চাভিলাস।