১৯৬৯ সালের ৫ই ডিসেম্বর। সোহরাওয়ার্দির মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক
জনসভাতে জেল থেকে মুক্তি পাওয়া বঙ্গবন্ধু ভাষণের এক পর্যায়ে
বলে উঠেন-"একটা সময় ছিল যখন এই মাটি আর মানচিত্র থেকে ‘বাংলা’ শব্দটি
মুছে ফেলার সব ধরণের প্রচেষ্টা চালানো হয়েছিল। বাংলা শব্দটির অস্তিত্ব
শুধু বঙ্গোপসাগর ছাড়া আর কোথাও খুঁজে পাওয়া যেত না।" এর পরেই তিনি ঘোষণা করেন, আমাদের এই ভূখণ্ডের নাম হবে বাংলাদেশ।
অতি সংক্ষেপে, একটা দেশের নাম ঠিক হয়ে যায়। হাজার বছরের ইতিহাস মাত্র কয়েক বাক্যে শেষ হয়। এই নেতা আগা থেকে গোঁড়া পর্যন্ত একটা দেশ এর জন্ম প্রক্রিয়া ঠিক করে দিয়েছিলেন। একটা দেশের নাম ঠিক
হয়ে যায় কয়েক মুহূর্তে, হাজার বছরের প্রক্রিয়া, পরীক্ষা -নিরীক্ষা শেষ হয় এক মুহূর্তে।