ই কৃষি তথ্য কিভাবে পাবেন তা নিন্মরুপ:
**কৃষি তথ্য সার্ভিস’র সদর দপ্তর থেকে প্রকাশিতকৃষিতথ্যওপ্রযুক্তি সম্বলিত খবরভিত্তিক মাসিক বিভাগীয় বুলেটিন কৃষি সংশ্লিষ্ট সরকারি বেসরকারি অফিসে বিনামূল্যে বিতরণ করা হয়।
**কৃষি তথ্য সার্ভিস’র সদর দপ্তর থেকে প্রকাশিত ‘কৃষি ডাইরি’ সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে বিতরণ করা হয়।
এছাড়া কৃষি তথ্য সার্ভিসসহকৃষি মন্ত্রণালয়ের অন্যান্য সহযোগী সংস্থা কর্তৃক সরবরাহকৃত যাবতীয় প্রকাশনা
যেমন- বই, বুকলেট, জার্নাল, প্রতিবেদন, পোস্টার, লিফলেট, ফোল্ডার, স্টিকার সংস্থাটির আঞ্চলিক অফিস থেকে
বিনামূল্যে বিতরণ করা হয়।
**কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র (এআইসিসি): বরিশাল অঞ্চল’র ১৮ টি আইপিএম/আইসিএম ক্লাবে এআইসিসি
পরিচালনার মাধ্যমে কৃষি তথ্য ও প্রযুক্তি বিস্তারে যুগোপযোগী, আধুনিক এবং সহজতর পদ্ধতির সূত্রপাত করা হয়েছে।
এসব এআইসিসিতে ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, মডেম, প্রিন্টার, ক্যামেরা, মাল্টিমিডিয়া সামগ্রী সরবরাহ করা হয়েছে।
**মোবাইলভিত্তিক কৃষি তথ্য সেবা: কৃষি তথ্য সার্ভিস ও প্রাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের যৌথ উদ্যোগে স্থাপন করা
হয়েছে ‘কৃষি কল সেন্টার’। ১৬১২৩ নম্বরে কল করে এ সেন্টার থেকে বিনা খরচে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ
বিষয়ক সমস্যার সমাধান পাওয়া যায়।