ঘরোয়া উপায়ে ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দূর করা সম্ভব। টিপসগুলো হলঃ
১। ডিমের সাদা অংশ ফেটিয়ে সেটা ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস এর উপর লাগাবেন। এরপর একটা টিস্যু নিয়ে ওই জায়গায় লাগান। এর উপর আবার ডিমের সাদা অংশ লাগান। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। সাধারনত ১৫-২০ মিনিট সময় দরকার হয়। এরপর টিস্যুটা নিচ থেকে উপরের দিকে আস্তে আস্তে খুলে ফেলুন। দেখবেন ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস উঠে এসেছে।
২। মধু এবং দারচিনি গুঁড়ো মিশিয়ে সেটা ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস এর উপর ৫ মিনিট ধরে ঘষুন। এরপর ধুয়ে ফেলুন।
৩। ব্ল্যাক ও হোয়াইট হেডস এর উপরে সাবান/ ফেসওয়াশ লাগিয়ে তার উপর অল্প একটু লবন নিয়ে ঘষুন। ৫মিনিট পর ধুয়ে ফেলুন।
এই পদ্ধতিগুলো সপ্তাহে ২বার করে করুন। তবে মুখ ধুয়েই ময়েশ্চারাইজার লাগাবেন। আর প্রথম কয়েক সপ্তাহ সপ্তাহে ৩ বার করে করতে হতে পারে। ৪/৫ সপ্তাহ থেকে সপ্তাহে ১বার করলেই যথেষ্ট হয়