ঘড়ির কাঁটা ডান দিকে ঘোরে এর পূর্বসূরি সূর্য ঘড়ির জন্য।
সূর্য ঘড়ির মূল অংশ হল একটি দণ্ড যাকে Gnomon বলে।
সূর্যের অবস্থান পরিবর্তনের সাথে সাথে দণ্ডের ছায়ার অবস্থানও পরিবর্তন হয়।
এই ছায়া থেকেই আগের দিনে সময় নির্ণয় করাহত।
উত্তর গোলার্ধে অবস্থিত কোন সূর্য ঘড়ির দিকে যদি উত্তর দিকে মুখ করে দাঁড়ানো যায়, তবে দেখা যাবে সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে যাওয়ার সাথে সাথে দণ্ডের ছায়াও পশ্চিম থেকে পূর্বে সরে যাচ্ছে বা ক্রমান্বয়ে ডান দিকে সরে যাচ্ছে।
মানুষ যেহেতু সূর্য ঘড়িতে অভ্যস্ত হয়ে গিয়েছিল তাই আধুনিক ঘড়িও সূর্য ঘড়ির অনুরূপে তৈরি হয়েছে।
সূর্য ঘড়ির সাথে মিল রাখার জন্যই আধুনিক ঘড়িতে কাঁটা (যাকে Gnomon এর সাথে তুলনা করা যায়) বাম থেকে ডানে ঘোরানো হয়।
দক্ষিণ গোলার্ধে কিন্তু সম্পূর্ণ বিপরীত ঘটনা ঘটে (পাশের ছবি)।
তাই প্রথম ঘড়ি উত্তর গোলার্ধে না বানিয়ে যদি দক্ষিণ গোলার্ধে বানানো হত তাহলে ঘড়ির কাঁটা বাম দিকেই ঘুরত।