শুষ্ক চুলের জন্য মুলতানি মাটির প্যাকটি বানাতে লাগবেঃ
-চার টেবিল চামচ মুলতানি মাটি
-দুই টেবিল চামচ মধু
- এক টেবিল চামচ লেবুর রস
- অর্ধেক কাপ দই
সব উপকরণ মিশিয়ে মিশ্রনটি মাথার ত্বকে ও চুলে ম্যাসেজ এর পর তোয়ালে দিয়ে শক্ত করে পেঁচিয়ে ১৫ মিনিট থেকে ২০ মিনিট পর চুল ভালো করে পানিতে দিয়ে ধুয়ে নিতে হবে।
টক দই ও মুলতানি মাটির মিশ্রণ চুলের আগা ফাটা রোধে সহায়তা করে।
অ্যালো ভেরা, লেবুর রস ও মুলতানি মাটি
চুলের বৃদ্ধির জন্য উপকারী।
মুলতানি মাটি ও রিঠার গুঁড়া মাথার ত্বকের তৈলাক্তভাব কমায়, মাথার ত্বক পরিষ্কার করে। ভালো ফলাফল পেতে পেস্টটি লাগানোর ২৫-৩০ মিনিট অপেক্ষা করতে হবে তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে।
এক টেবিল-চামচ মেথি-গুঁড়া ১২ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখার পর মেথি পেস্ট করে তাতে পাঁচ টেবিল-চামচ মুলতানি মাটি ও এক চা-চামচ লেবুর রস মিশিয়ে বানানো প্যাকটি খুশকি রোধ করে। মাথার ত্বকে এই পেস্ট লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। তারপর ধুয়ে নিতে হবে।