দর্শন ও বিজ্ঞানের মাঝে পার্থক্য নিম্নরুপঃ
লক্ষ্য ও উদ্দ্যশ্যের দিক থাকে দর্শন ও বিজ্ঞান একই
পথের যাত্রী হলেও যাত্রার বাহনে, অর্থাৎ পদ্ধতি ও পরিণতির দিক থেকে তাঁদের মধ্যে উল্লেখযোগ্য বিষয়ে পার্থক্য রয়েছে।
১.দর্শনের দৃষ্টিভঙ্গি হল অখণ্ড বা সার্বিক। কিন্তু বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি হল খণ্ডিত বা বিশেষ। দর্শন সমগ্র বিশ্বজগৎ নিয়ে আলোচনা করে। মানবজীবনের সকলদিক দর্শন আলোচনা ক্রে।কিন্তু বিজ্ঞান বিশ্ব জগতের এক একটি বিষয় নিয়ে আলোচনা করে।
২.পদ্ধতিগত দিক থেকেও দর্শন ও বিজ্ঞানের মধ্যে পার্থক্য বিদ্যমান। দর্শনের পদ্ধতি হল যৌক্তিক ও বিশ্লেষণধর্মী। বিজ্ঞানের পদ্ধতি হল অভিজ্ঞতা ভিত্তিক। পর্যবেক্ষণ, পরীক্ষণ ও আরোহী পদ্ধতির সাহায্যে বিজ্ঞান তাঁর আলোচ্য বিষয়বস্তু ব্যাখ্যা করে।