এখানে সংক্ষিপ্ত উত্তর দেওয়া হচ্ছে যদিও বিষয়টি নিয়ে একটি প্রবন্ধ লেখা যেতে পারে। মেয়েদের ডিম্বাশয় থেকে বয়ঃসন্ধিকালে যে ইস্ট্রোজেন হমণ ক্ষরিত হয় তার ফলে তারা মেয়েলী বৈশিষ্ট্য পায় অর্থাৎ তাদের দেহে দাড়ি বা গোঁফ হয় না অন্যদিকে পুরুষ শরীরে যে টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হয় তার ফলে তাদের দাড়িগোঁফ জন্মায়। কোন কারণে নারী শরীরে টেস্টোস্টেরণ ক্ষরিত হলে নারীদেহেও পুরুষোচিত লক্ষণ প্রকাশ পেতে পারে এবং অনেক ক্ষেত্রে তা হয়েও থাকে। তখন নারী শরীরেও ঘন গোঁফ এবং দাড়ি দেখা দিতে পারে।