উত্তর : আমরা বিএমআই পরিমাপ করি। বিএমআইটা যখন ত্রিশের বেশি হয়ে যায়, তখন একে আমরা বলি স্থূল। কিন্তু একজন মানুষের উচ্চতা অনুযায়ী একটি নির্দিষ্ট ওজন থাকা উচিত। পাঁচ ফুট মানুষের ওজন ১২০ পাউন্ডের বেশি হয়ে গেলে তখন পার ইঞ্চি কিছু ওজন যোগ করতে হয়। এটি করে বোঝা যাবে শরীর ২০ ভাগ স্থূল, নাকি ৩০ ভাগ স্থূল। সেই হিসেবে ঝুঁকি বাড়তে থাকে।
শুধু ক্যানসার নয়, স্থূলতার জন্য ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো নন-কমিউনিকেবল রোগ হয়। এগুলো তো আজকাল বিভিন্ন দেশে উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।