শিশু থেকে বয়স্ক সব বয়সী মানুষই কোষ্ঠকাঠিন্যে
ভোগে।
কোষ্ঠকাঠিন্যের কারনগুলো হলো:
১:আঁশজাতীয় খাবার এবং শাকসবজি ও ফলমূল কম খেলে।
২: পানি কম খেলে।
৩:দুশ্চিন্তা করলে।
৪: কায়িক পরিশ্রম, হাঁটা-চলা কিংবা ব্যায়াম একেবারেই না করলে।
৫:অন্ত্রনালীতে ক্যান্সার হলে।
৬: ডায়াবেটিস হলে।
৭:মস্তিষ্কে টিউমার হলে এবং মস্তিষ্কে রক্তক্ষরণের
ফলে।
৮:অনেক দিন বিভিন্ন অসুস্থতার কারণে বিছানায় শুয়ে থাকলে।
৯: বিভিন্ন ধরনের ওষুধ সেবন।
১০:তাছাড়া স্নায়ুতন্ত্র ও হরমোনের বিভিন্ন ধরনের অসুবিধার
জন্যও কোষ্ঠকাঠিন্য হতে পারে।
৬. প্রস্রাব বন্ধ হতে পারে;
৭. খাদ্যনালীতে প্যাঁচ লেগে পেট ফুলে যেতে
পারে;
৮. খাদ্যনালীতে আলসার বা ছিদ্র হয়ে যেতে পারে এবং
৯. কোষ্ঠকাঠিন্য যদি কোলন ক্যান্সার এবং মস্তিষ্কে
টিউমারের জন্য হয় এবং সময়মতো চিকিৎসা করা না হয় তবে
অকালমৃত্যু হতে পারে।