চতুর্থ শিল্প বিল্পবের ফলাফল কী?
লার্নিং এ্যান্ড আর্নিং প্রকল্প
দেশের তরুণ প্রজন্মকে ডিজিটাল শিক্ষায় দক্ষ করে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে বেশ কিছু প্রকল্প হাতে নিয়ে আইসিটি বিভাগ। যার মধ্যে রয়েছে লার্নিং এ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প। দেশের তরুণ প্রজন্মের আত্মকর্মসংস্থান অবারিত করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ শীঘ্রই দেশব্যাপী চলছে এই কার্যক্রম। ‘লার্নিং এ্যান্ড আর্নিং’ নামক এই প্রকল্পের আওতায় ৫০ দিনব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন দেশের তরুণ প্রজন্ম।
শিক্ষা পাওয়ার
নারীরাও যাতে পিছিয়ে না থাকে প্রযুক্তির এই বিপ্লবে তাও নারীদের জন্য বিশেষ প্রকল্প নিয়েছে সরকার। ‘শি পাওয়ার’ বা ‘প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন’ নামে এই প্রকল্পের অধীনে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বিশেষ অবদান রাখতে সক্ষম হবেন তারা। উপজেলা পর্যায়ের নারী উদ্যোক্তাদের টার্গেট করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এ প্রকল্প হাতে নিয়েছে।
চতুর্থ শিল্প বিপ্লবের সুবিধা/অসুবিধা নিয়ে যে আলোচনা হচ্ছে এবং তার প্রেক্ষিতে বাংলাদেশের যে প্রস্তুতি দৃশ্যমান রয়েছে তাতে বাংলাদেশ ইতোমধ্যে এই বিপ্লবকে নিজেদের করে নিয়েছে বলা যায়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব অব্যাহত থাকলে আগামীর প্রযুক্তি বিপ্লবে আমরাই নেতৃত্ব দেব।