#কারেন্ট_অ্যাফেয়ার্স__জুলাই_মাস
০১| দেশবরেণ্য নাট্যকার,অভিনেতা, নাট্যব্যক্তিত্ব ও ভাষাসৈনিক মমতাজ উদদীন আহমদ কবে মারা যায়?
®___২ জুন ২০১৯
(জন্ম ১৮ জানুয়ারি ১৯৩৫। কী চাহ শঙ্খ চিল ও রাজা অনুস্বারের পালা তাঁর রচিত বিখ্যাত দুটি নাটক।
০২| বিশ্ব পরিবেশ ও ঐতিহাসিক ছয় দফা দিবস কবে?
®___৫ ও ৭ জুনে।
০৩| প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন প্রকাশিত গ্রন্থের নাম কী?
®___আমাদের ছোট রাসেল সোনা
০৪| 0IC'র ১৪তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
®___মক্কা,সৌদি আরব(৩১ মে ২০১৯)
০৫| ১৪তম G20 সম্মেলনের আয়োজন করা হয় কোথায়?
®___জাপানের ওসাকায়(২৮-২৯ জুন) পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে ২১-২২ নভেম্বর ২০২০ রিয়াদে।
০৬| থাইল্যান্ডের ব্যাংককে আসিয়ানের কততম সম্মেলন অনুষ্ঠিত হয়?
®___৩৪তম(২০-২৩ জুনে)
০৭| কবে e-passport যুগে প্রবেশ করে বাংলাদেশ?
®___ ১ জুলাই ২০১৯
(বিশ্বের ১১৯তম দেশ হিসেবে)
০৮| বিশ্বের সর্বোচ্চ সবুজ পোশাক কারখানা রয়েছে কোন দেশে?
®___বাংলাদেশে
০৯| আওয়ামী মুসলিম লীগ বা আওয়ামী লীগ কবে প্রতিষ্ঠিত হয়?
®___২৩ জুন ১৯৪৯ সালে।
(১ম সভাপতি মাওলানা ভাসানী)
১০| আওয়ামী মুসলিম লীগ থেকে কবে "মুসলিম"শব্দটি বাদ দেওয়া হয়?
®___১৯৫৫ সালে(২১-২৩ অক্টোবরে)
১১| দেশে বর্তমানে কতটি সিটি কর্পোরেশন রয়েছে?
®___১২টি(সর্বশেষ ময়মনসিংহ)
১২| দেশের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প কোথায় নির্মিত হচ্ছে?
®___বাগেরহাটের মোংলায়
(দেশে প্রথম সৌরবিদ্যুৎ নরসিংদীতে)
১৩| বাংলাদেশে প্রাপ্ত প্রথম লোহার খনি কোথায়?
®___দিনাজপুরে হাকিমপুর উপজেলার ইসবপুর গ্রামে(উপজেলা থেকে ১১ কি.মি দূরে)
১৪| বর্তমানে BRRI উদ্ভাবিত মোট ধানের জাত কতটি?
®___৯২টি
১৫| চীন এক দেশ দুই নীতি মেনে চলে কেন?
®___হংকংয়ের কারণে
®___নোট রমজান
১৬| কত সালে হংকং ব্রিটেন উপনিবেশ থেকে চীনের অধীনস্থ হয়?
®___১৯৯৭ সালে(মেয়াদ ২০৪৭)
১৭| আন্তর্জাতিক শ্রম সংস্থা(ILO) কত সালে প্রতিষ্ঠিত হয়?
®___২৮ জুন ১৯১৯ সালে
(জাতিসংঘের সদস্য ১৯৪৬ সালে)
১৮| আন্তর্জাতিক শ্রম সংস্থা(ILO) এর সদরদপ্তর ও বর্তমান সদস্য দেশ কতটি?
®___প্রথম সদরদপ্তর ছিল লন্ডনে। ১৯২০ সালে জেনেভায়।
প্রতিষ্ঠাতা সদস্য ছিল ২৯টি বর্তমানে সদস্য ১৮৭টি(সর্বশেষ টোঙ্গা ২০১৬)
১৯| আন্তর্জাতিক শ্রম সংস্থা(ILO) কত সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে?
®___১৯৬৯ সালে
২০| বর্তমানে কত শতাংশ জনগণ বিদ্যুতের আওতায়?
®___৯৩%
২১| বর্তমানে দেশের চাহিদার কত শতাংশ ঔষুধ দেশেই উৎপাদিত হয়?
®___৯৮%
(টিকা গ্রহণকারী শিশু ৮৫%)
২২| বাংলাদেশে বর্তমানে কতটি EPZ আছে?
®___৮টি
২৩| প্রথমবারের মতো কত সালে কমিউনিটি ক্লিনিক সেবা চালু হয়?
®___১৯৯৮ সালে।
২৪| শেখ হাসিনা নকশি পল্লী কোথায় অবস্থিত?
®___জামালপুরে।
২৫| কাকে বাংলাদেশের ফুসফুস বলা হয়?
®___সুন্দরবনকে।
(আয়তন ৬০১৭ বর্গকিলোমিটার)