বিখ্যাত বাংলা ছোটগল্প
গল্পকার : গল্পগ্রন্থের নাম ও প্রকাশকাল
* রবীন্দ্রনাথ ঠাকুর : গল্পগুচ্ছ, গল্পস্বল্প, তিনসঙ্গী।
* প্রভাতকুমার : ষোড়শী (১৯০৬), গল্পবীথি, (১৯১৬), গল্পাঞ্জলী (১৯১৩), নূতন বউ (১৯২৯)
* সৈয়দ ওয়ালীউল্লাহ : দুই তীর (১৯৬৫), নয়নচারা (১৯৫১)।
* জহির রায়হান : সূর্য গ্রহন (১৯৫৫)।
* সৈয়দ শামসুল হক : আনন্দের মৃত্যু (১৯৬৭), শীতের সকাল (১৯৫৯)।
* শরৎচন্দ্র চট্টোপাধ্যায় : বিন্দুর ছেলে(১৯১৪), ছবি (১৯২০), মেজদিদি (১৯১৫), কাশীনাথ স্বামী ইত্যাদি।
* শওকত ওসমান : জুনু আপা ও অন্যান্য (১৯৫১), প্রস্তর ফলক (১৯৬৪)।
* অন্নদাশঙ্কর রায় : প্রকৃতি পরিহাস (১৯৩৪), মনপবন (১৯৪৬), যৌবন জ্বালা (১৯৫০), কামিনী কাঞ্চন (১৯৫৪)্
* অচিন্ত্য কুমার সেনগুপ্ত : টুটা-ফাটা, আকাশ বসন্ত, হাড়ি মুচি ডোম, কাঠ খড় কেরোসিন, চাষাভুষা, ইতি, অধিবাস,্ একরাত্রি, ডবলডেকার।
* আবুল মনসুর আহমেদ : আয়না (১৯৩৫), ফুড কনফারেন্স (১৯৪০), আসমানী পর্দা (১৯৬৪), গ্যালিভারের সফরনামা।
* আবুল ফজল : মাটির পৃথিবী, মৃত্যুর আত্মহত্যা।
* আকবর হোসেন : আলোছায়া (১৯৬৪)
* আবু রুশদ : শাড়ী-বাড়ী- গাড়ী, স্বনির্বাচিত গল্প, প্রথম যৌবন, মহেন্দ্র, মিষ্টান্ন ভান্ডার।
* আবদুল হক : রোকেয়ার নিজের বাড়ী(১৯৬৭)।
* আবদুস শাকুর : এপিটাফ, ক্ষীয়মান,ধস।
* সরদার জয়েনউদ্দীন : নয়ন ঢুলী (১৯৫২), খরস্রোতা (১৯৫৫), অষ্টমপ্রহর (১৯৭৩)।
* আবু ইসহাক : মহপতঙ্গ (১৯৫৩), হারেম (১৯৬২)।