আউটসোর্সিং ইন্টারনেটের মাধ্যমে করতে হয়।তাই অনলাইনে ভিবিন্ন মার্কেট প্লেস রয়েছে। যেখানে ভিবিন্ন প্রতিষ্ঠান তাদের প্রয়োজন অনুযায় ভিবিন্ন কাজ এই সব মার্কেট প্লেসে দিয়ে থাকে। আর এই কাজ গুলো ফ্রিল্যান্সাররা প্রতিষ্ঠানের নিয়ম বা শর্ত অনুযায়ী করে দিয়ে আয় করে থাকেন।
যেহেতু,আউটসোর্সিং ইন্টারনেটের মাধ্যমে করতে হয়।তাই ভিবিন্ন অনলাইন মার্কেটপ্লেস প্রতিষ্ঠিত হয়েছে।এই অনলাইন মার্কেট প্লেসে কাজ গুলো ভিবিন্ন ভাগে ভাগ করা থাকে।যেমন...
1.ওয়েব ডেভেলপমেন্ট,
2.সফটওয়্যার ডেভেলপমেন্ট,
3.গ্রাফিক্স ডিজাইন,
4.নেটওয়ার্কিং ও তথ্যব্যবস্থা (ইনফরমেশন সিস্টেম),
5.লেখা ও অনুবাদ,
6.প্রশাসনিক সহায়তা,
7.ডিজাইন ও মাল্টিমিডিয়া,
8.গ্রাহকসেবা (Customer Service),
9.বিক্রয় ও বিপণন,
10.ব্যবসাসেবা