ফৌজদারি আইন বলতে আমরা তাকেই বুঝি, যে আইনের মাধ্যমে মূলত কোন অপরাধের অভিযুক্ত অপরাধীকে শাস্তি দেওয়া হয়। সাধারনত চুরি,ডাকাতি,মারামারি, খুন,প্রতারনা, ধর্ষণ ইত্যাদির অপরাধে জড়িত দোষী ব্যাক্তিকে অভিযুক্ত করে, তার বিরুদ্বে মামলা দায়ের করা হয় ফৌজদারি আইনের আওতায়। ফৌজদারী আইনের আওতায় করা মামলাকে মোট দু’ভাগে ভাগ করা যায়, একটি আমলযোগ্য মামলা, অন্যটি হল আমল অযোগ্য মামলা। সাধারনত ফৌজদারি মামলাগুলো চারটি ভিন্ন আদালতের মাধ্যমে সুরাহা করা হয়। সেগুলো হলো- • বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ • হাইকোর্ট বিভাগ • ম্যাজিস্ট্রেট আদালত • দায়রা জাজ আদালত