* স্মার্টফোন এক প্রকারের কম্পিউটার। এর সিপিউ, জিপিউ, স্টোরেজ ড্রাইভ এবং মেমোরি আছে। ২০১৫ সাল পর্যন্তও ফ্ল্যাগশিপ বেতিত বেশিরভাগ ফোন LPDDR3 মেমোরি ব্যবহার করলেও বেশ কিছু বছর যাবত প্রায় সকল ধরণের স্মার্টফোনেই LPDDR4 মেমোরি ব্যাবহার করা হচ্ছে। আর বর্তমান টেক মার্কেটে সবচেয়ে লাভের সেক্টর হচ্ছে এই স্মার্টফোন মার্কেট। কেবল ২০১৭ সালেই ১৫৩ কোটির উপর ফোন বিক্রি হয়েছে সারা বিশ্বে। স্মার্টফোনের ডিমান্ড এতটাই বেড়ে গিয়েছে কম্পিটিশনের সাথে টিকে থাকার জন্য সামান্য মিডরেঞ্জের ফোনেও কোন কোন কোম্পানি ৩/৪ জিবি করে মেমোরি অফার করছে। এছাড়া কিছু ফোনে আপনার কম্পিউটারে থাকা র্যাম থেকেও বেশি র্যাম রয়েছে। এই ইঙ্ক্রিজিং ডিমান্ড মার্কেটে মেমোরি মডিউল প্রস্তুতকারীরা লাভের জায়গা খুজে পেয়েছে। কম্পিউটারের জন্য নর্মাল DDR4 র্যামের থেকে স্মার্টফোনের জন্য LPDDR4 মেমোরি প্রস্তুত করা তাদের জন্য অধিক লাভজনক । যার কারণে তারা কম্পিউটারের জন্য DDR4 র্যাম উৎপাদন কমিয়ে দিয়েছে এবং তাদের মেইন কনসেন্ট্রেশন হচ্ছে স্মার্টফোনের জন্য LPDDR4 মেমোরি প্রস্তুত করা।
* র্যামের এবনরমাল ডিমান্ড। বিগত কয়েক বছর ধরেই ইন্টেল এবং এ এম ডির সকল সিস্টেম DDR4 র্যাম ব্যাবহার করছে। বিশ্বের প্রায় ৭২% কম্পিউটার সিস্টেম এখন DDR4 মেমোরি ব্যাবহার করছে। র্যামের দাম যখন হাতের নাগালে ছিল তখন ক্রিপ্টোকারেন্সি মাইনারদের মত সিস্টেম বিল্ডাররাও যত বেশি পরিমাণে সম্ভব মেমোরি কিনতে থাকে। প্লাস ইন্টেলের পুরাতন জেনারেশনের সিস্টেম ইউজাররাও বর্তমান জেনারেশনে আপগ্রেড করে। যার জন্য DDR4 র্যামের ডিমান্ড অনেক বেশি বেড়ে যায়।