আমরা সমাজে চলতে গিয়ে কিছু মানুষ দেখি যারা সাধারণত চুপচাপ থাকতে ভালোবাসেন।সাধারণত তারা হাই হ্যালো বলে ভদ্রতা নামক "বেড়াজাল" থেকে পালিয়ে বাচেন।সমাজে চলাকালীন যে বাধ্যগত ভদ্রতার গন্ডিতে তারা খুবি অসহায়।
তারা কোন সামাজিক অনুষ্ঠানে যেতে চান না।কালে ভদ্রে বিবি সাহবার চাপে পড়ে যদি কোন সামাজিক অনুষ্ঠানে যান তবে তা তদের কাছে যন্ত্রণার হয়ে দাঁড়ায়।
এরা নিজেকে নিয়ে ভাবেন।নিজের কাছের মানুষগুলোকে নিয়েও ভাবেন।কিন্তু তাদের গাম্ভীর্য দেখে তা আমরা কল্পনাও করতে পারি না।
এরা কিন্তু খুব একটা খারাপ মানুষ নয়।একটু নাহয় চুপচাপ থাকে।তাতে ক্ষতি কি??