01.বাংলাদেশের প্রথম ক্যাপ্টেন টেষ্ট - নাইমুর রহমান দর্জয়।
02.বাংলাদেশের প্রথম ক্যাপ্টেন ওয়ান ডে - গাজি আশরাফ হোসেন লিপু
03.বাংলাদেশের প্রথম ক্যাপ্টেন টি টুয়েটি - শাহরিয়ার নাফিস
01.বাংলাদেশ প্রথম টেষ্ট খেলে - ২০০০ সালের ১৩ নভেম্বর (প্রতিপক্ষ ভারত)
02.বাংলাদেশ প্রথম ওয়ান ডে খেলে - ১৯৮৬ সালের ৩১শে মার্চ (প্রতিপক্ষ পাকিস্থান)
03.বাংলাদেশ প্রথম টি টুয়েন্টি খেলে - 2006 সালে (প্রতিপক্ষ জিম্বাবুয়ে)
01.চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেটে প্রথম জয় পায় বাংলাদেশ ২০০৫ সালে।
02.বাংলাদেশ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম জয়ের দেখা পায় ১৯৯৮ সালে।(প্রতিপক্ষ কেনিয়া)
03.জিম্বাবুয়ের বিপক্ষে টি টুয়েন্টি ক্রিকেটে প্রথম জয় পায় বাংলাদেশ ২০০6 সালে।
01.বাংলাদেশের পক্ষে টেস্ট ক্রিকেটে প্রথম হ্যাট্রিক করে অলক কাপালী (প্রতিপক্ষ পাকিস্থান)
02.বাংলাদেশের পক্ষে ওয়ান ডে ক্রিকেটে প্রথম হ্যাট্রিক করে শাহাদাত হোসেন (প্রতিপক্ষ জিম্বাবুয়ে)