সমাধানঃ
ধরি, মোট পথ যেতে মোট সময় লাগবে X ঘন্টা
তাহলে ৪০ কিমি বেগে গেছে ৬ ঘন্টা। অর্থাৎ মোট পথ ৪০*৬
আবার ৬০ কিমি বেগে মোট পথ গিয়েছে ৬০ *(X-৬)
প্রশ্নমতে,
৪০*৬ + ৬০ * (X- ৬) = ৫৫ X
(আমরা জানি Distance = Speed * Time)
=> ২৪০ + ৬০X - ৩৬০ = ৫৫ X
=> ৫X = ১২০
সুতরাং X = ২৪
তাহলে বলা যায়, মোট যাত্রা করেছিলো = ২৪ ঘন্টা