উত্তর : ২০০৫ সালে আমেরিকার আর্থিক প্রতিষ্ঠান (বিনিয়োগ ব্যাংক) গোল্ডম্যান স্যাক্সের অর্থনীতিবিদ জিম ও'নেইল ব্রিকসের ধারণা দিয়ে বিখ্যাত হয়েছিলেন। ব্রিকস ছাড়াও সম্ভাবনাময় বা ব্রিকস সদস্যভুক্ত দেশের পরে অর্থনৈতিক অগ্রগতি হবে এমন ১১টি দেশকে বলা হয় 'নেক্সট ইলেভেন'। এ দেশগুলো হচ্ছে-বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, তুরস্ক ও ভিয়েতনাম।
বিশ্বব্যাংকের তথ্যানুসারে -
বৈশ্বিক অর্থনীতির মন্দার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি ছিল গতিশীল। এ কারণে বিশ্বব্যাংক বাংলাদেশকে চিহ্নিত করেছে ‘অমীমাংসিত বিস্ময়’ হিসেবে।
বিশ্বব্যাংক মনে করে, মধ্য আয়ের দেশে পরিণত হলে বাংলাদশের মোট দেশজ উত্পাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার ৭ শতাংশ থেকে ৮ শতাংশ এবং প্রবাসী আয়ের প্রবৃদ্ধি ৮ শতাংশে উন্নীত করতে হবে।
বিশ্বব্যাংকের বিশ্ব উন্নয়ন প্রতিবেদন এ বলা হয় বিশ্বে যে গুটিকয়েক দেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়ন উভয় ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখেছে, তাদের মধ্যে বাংলাদেশ অগ্রগণ্য।