*প্রথমে বিজয় কি বোর্ড ইন্সটল করুন
*কি বোর্ড সেট করুন Ctrl+Alt+B
*সেট ফন্ট Sutonny MJ
*ইংরেজিতে ফিরে আসতে চাইলে Ctrl+Alt+B
*কি বোর্ড বাংলায় পরিবর্তিত হয়েছে কিনা দেখার জন্য Shift+F দিয়ে দেখতে পারেন ।পরিবর্তিত হলে 'অ' আসবে।
*বিজয় কি বোর্ডে লে আউট লক্ষ্য করলে দেখবেন যে প্রতিটি কি তে দুটি করে বাংলা অক্ষর রয়েছে। সাধারণভাবে লিখলে নিচের অক্ষরগুলো চলে আসবে কিন্তু উপরের অক্ষরগুলো লিখতে হলে Shift বাটন চেপে লিখতে হবে।
*ASDFZXC এই বাটন গুলোতে স্বরবর্ণের প্রতীকগুলো আছে। আকার, একার,উকার ,ইকার এসব লিখতে G বাটন চেপে লিখতে হবে।
* অ লিখতে চাইলে Shift+f, আ লিখতে G+F, ই লিখতে G+D,ঈ লিখতে Shift+G+D.
*রেফ লিখতে Shift+A